বিহার নির্বাচনে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ প্রশান্ত কিশোরের দলের
পাটনা, ৯ অক্টোবর (হি.স.): বিহারে বিধানসভা ভোট ঘোষণার পরে প্রশান্ত কিশোরের ( পি কে) ‘জন সুরজ’ই বিহারের প্রথম দল হিসেবে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করলো। জন সুরজের তরফে বৃহস্পতিবার প্রথম দফায় যে ৫১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হল, তার ম
বিহার নির্বাচনে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ প্রশান্ত কিশোরের দলের


বিহার নির্বাচনে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ প্রশান্ত কিশোরের দলের


বিহার নির্বাচনে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ প্রশান্ত কিশোরের দলের


পাটনা, ৯ অক্টোবর (হি.স.): বিহারে বিধানসভা ভোট ঘোষণার পরে প্রশান্ত কিশোরের ( পি কে) ‘জন সুরজ’ই বিহারের প্রথম দল হিসেবে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করলো। জন সুরজের তরফে বৃহস্পতিবার প্রথম দফায় যে ৫১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হল, তার মধ্যে ৭ জন তফসিলি, ১৭ জন অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) এবং ৯ জন সংখ্যালঘু প্রার্থী রয়েছেন। পূর্ব ও পশ্চিম চম্পারন, সীতামঢ়ি, আরারিয়া, কিসানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার, মধুবনী, সহর্ষ, দ্বারভাঙা, মুজফ্ফরপুর, সারণ, সমস্তিপুর, গোপালগঞ্জ, ভোজপুর, রোহতাস, নালন্দা, অওরঙ্গাবাগ, গয়া জেলায় ভোটে দাঁড়াচ্ছেন ওই ৫১ প্রার্থী। তাঁরা কোনও পক্ষের সঙ্গে জোটে যাচ্ছেন না বলে জানিয়েছেন প্রাক্তন ভোট-কুশলী তথা জন সুরাজের প্রতিষ্ঠাতা-নেতা প্রশান্ত কিশোর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande