(আপডেট) ফারুখাবাদে ভেঙে পড়ল প্রাইভেট বিমান, দুই পাইলট সুরক্ষিত
ফারুখবাদ, ৯ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের ফারুখাবাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট বিমান। সৌভাগ্যবশত দুই পাইলট সুরক্ষিত রয়েছেন। বৃহস্পতিবার ফারুখাবাদে রানওয়ে থেকে উড়ানের সময় একটি বেসরকারি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ঝোপের মধ্যে পড়ে যায়। বিমানে থা
ফারুখাবাদে ভেঙে পড়ল প্রাইভেট বিমান, দুই পাইলট সুরক্ষিত


ফারুখবাদ, ৯ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের ফারুখাবাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট বিমান। সৌভাগ্যবশত দুই পাইলট সুরক্ষিত রয়েছেন। বৃহস্পতিবার ফারুখাবাদে রানওয়ে থেকে উড়ানের সময় একটি বেসরকারি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ঝোপের মধ্যে পড়ে যায়। বিমানে থাকা দুই পাইলট ও যাত্রী নিরাপদে আছেন।

ফারুখাবাদের জেলাশাসক আশুতোষ কুমার দ্বিবেদী বলেছেন, বিকশিত ভারত'-এর প্রেক্ষাপটে বিনিয়োগের প্রচার, একজন বিনিয়োগকারী এখানে ৫৭০ কোটি টাকার বিনিয়োগ নিয়ে এসেছেন। উড়ানের সময় বিমানটি এয়ারস্ট্রিপ থেকে পিছলে যাওয়ায় জেটটি একটি ছোটখাটো সমস্যার সম্মুখীন হয়েছিল। সৌভাগ্যবশত, কেউ আহত হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande