পিছলে গেল বিমান, হতাহতের খবর নেই
ফারুখাবাদ, ৯ অক্টোবর (হি.স.): টেক্-অফের জন্য রানওয়ে ধরে ছুটতে শুরু করেছিল একটি ব্যক্তিগত বিমান। আকাশে ওড়ার জন্য ক্রমেই তার গতি বাড়াচ্ছিলেন পাইলট। কিন্তু হঠাৎই বিমান উপর থেকে নিয়ন্ত্রণ হারান সেই পাইলট। ফলে আকাশে ওড়া তো দূরের কথা, চাকা পিছলে রানওয়
পিছলে গেল বিমান, হতাহতের খবর নেই


ফারুখাবাদ, ৯ অক্টোবর (হি.স.): টেক্-অফের জন্য রানওয়ে ধরে ছুটতে শুরু করেছিল একটি ব্যক্তিগত বিমান। আকাশে ওড়ার জন্য ক্রমেই তার গতি বাড়াচ্ছিলেন পাইলট। কিন্তু হঠাৎই বিমান উপর থেকে নিয়ন্ত্রণ হারান সেই পাইলট। ফলে আকাশে ওড়া তো দূরের কথা, চাকা পিছলে রানওয়ে শেষ হওয়ার পরে মাটিতেই থেমে গেল বিমানটি।

বৃহস্পতিবার উত্তর প্রদেশের মহম্মদাবাদ বিমানবন্দরের ঘটনা। বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও, বিমানে সওয়ার কেউ জখম হননি। প্রাথমিকভাবে বিমানটির চাকায় হাওয়া কম থাকার কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande