(আপডেট) সিভিক ভলান্টিয়ারদের তৎপরতায় আগুনের হাত থেকে রক্ষা পেল তালদি বাজার
ক্যানিং, ৯ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার ভোররাতে ক্যানিং থানার তালদি বাজারের একটি ইলেকট্রিক সরঞ্জামের দোকানের গুদাম ঘরে আগুন লাগে। তপন সরকার নামে এক ব্যক্তির ইলেকট্রিক দোকানের তিনতলায় আগুন লাগে। সেই সময় তালদি বাজারে নাইটগার্ডের ডিউটি করছিলেন তিন সি
(আপডেট) সিভিক ভলান্টিয়ারদের তৎপরতায় আগুনের হাত থেকে রক্ষা পেল তালদি বাজার


ক্যানিং, ৯ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার ভোররাতে ক্যানিং থানার তালদি বাজারের একটি ইলেকট্রিক সরঞ্জামের দোকানের গুদাম ঘরে আগুন লাগে। তপন সরকার নামে এক ব্যক্তির ইলেকট্রিক দোকানের তিনতলায় আগুন লাগে। সেই সময় তালদি বাজারে নাইটগার্ডের ডিউটি করছিলেন তিন সিভিক ভলান্টিয়ার। তাঁরা প্রথমে দেখতে পায় আগুনের শিখা। এরপরে পরিবারের লোকজনকে ডেকে তোলেন তাঁরা। সিভিক ভলান্টিয়াররা নিজেরাই সেই আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনার খবর দেওয়া হয় ক্যানিং দমকল কেন্দ্রে। সেখান থেকে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নেভায়।

বাজার এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়ায়। কিন্তু দমকল দ্রুত সেখানে চলে আসায় আগুন আশপাশে ছড়াতে পারেনি। কি কারণে আগুন লাগল তার সঠিক কারণ জানাতে পারেননি দমকল কর্মীরা। তবে প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। তপন সরকার বলেন, “ ভাগ্যিস ঐ সিভিক ভলান্টিয়াররা দেখেছিলেন এবং আমাদের ডেকে তুলেছিলেন। না থাকলে বড়সর দুর্ঘটনা ঘটে যেত।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande