উত্তর ২৪ পরগনা, ৯ অক্টোবর, (হি.স.): আবর্জনার স্তূপের ভিতর থেকে উদ্ধার হল এক কিশোরের দেহ। বৃহস্পতিবার দমদমের প্রমোদনগরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়।
কীভাবে মৃত্যু? কীভাবেই বা দেহ এল এই আবর্জনাস্তূপে? তা নিয়ে ঘনিয়েছে রহস্য। সেই রহস্য উদঘাটনে ঘটনাস্থলে পৌঁছয় দমদম ও বরানগর থানার পুলিশ। পরিবারের অভিযোগ, ছেলেকে খুন করে দেহ ডাম্পিং গ্রাউন্ডে লুকিয়ে রাখা হয়েছিল। এর জন্য বন্ধুদের দায়ী করছে পরিবার। ঠিক কী হয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সেখানে আবর্জনা ফেলতে গিয়ে সাফাইকর্মীরা ভিতরে একটি দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উদ্ধার হওয়া কিশোরের নাম গণেশ সমাদ্দার, বয়স ১৭ বছর। প্রমোদনগরেরই বাসিন্দা গণেশ।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মঙ্গলবার গণেশ নিজের বোনকে জানিয়েছিল, সে বন্ধুর জন্মদিনে যাচ্ছে। এই বলে সন্ধ্যা নাগাদ বেরয় বাড়ি থেকে। এরপর গণেশের সঙ্গে ফোনে যোগাযোগও হয় পরিবারের লোকজনের।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত