গোমুখ-তপোবন রুটে শুক্রবার থেকে পুনরায় ট্রেকিং চালুর সম্ভাবনা
উত্তরকাশী, ৯ অক্টোবর (হি.স.) : উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক প্রশাসন গোমুখ-তপোবন ট্রেক রুটে সাময়িকভাবে ট্রেকিং বন্ধ রাখার ঘোষণা করেছে। প্রবল তুষারপাতের ফলে এলাকায় অনেকটাই বরফ জমেছে। তবে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের রেঞ্জার জানিয়েছেন, শুক্রব
গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে তুষারপাতের পর ট্রেকিংয়ে সাময়িক নিষেধাজ্ঞা


গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে তুষারপাতের পর ট্রেকিংয়ে সাময়িক নিষেধাজ্ঞা


উত্তরকাশী, ৯ অক্টোবর (হি.স.) : উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক প্রশাসন গোমুখ-তপোবন ট্রেক রুটে সাময়িকভাবে ট্রেকিং বন্ধ রাখার ঘোষণা করেছে। প্রবল তুষারপাতের ফলে এলাকায় অনেকটাই বরফ জমেছে। তবে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের রেঞ্জার জানিয়েছেন, শুক্রবার আবহাওয়া অনুকূলে থাকলে পুনরায় ট্রেকিং চালু করা হতে পারে।

বৃহস্পতিবার পার্ক কর্তৃপক্ষ জানান , গোমুখ, ভোজবাসা ও তপোবনে চলমান তুষারপাতের কারণে দুই দিনের জন্য পর্যটক ও ট্রেকারদের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত ওই রুটে থাকা সব ট্রেকার নিরাপদে গঙ্গোত্রীতে ফিরে এসেছেন। বিগত দুই দিনে ট্রেকিংয়ে যাওয়া ১৩৯ জন ট্রেকারকে নিরাপদে ফেরানো হয়েছে।

এদিকে মঙ্গলবার ও বুধবার যাঁদের ট্রেক করার কথা ছিল, তাঁদের আপাতত গঙ্গোত্রীতেই রাখা হয়েছে। নেলাং উপত্যকাতেও ভারী তুষারপাত হয়েছে, পাহাড়গুলো এখনও বরফের সাদা চাদরে ঢাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande