শূকর মারার ফাঁদে পড়ে ছটফটানি, ঝলসে বৃদ্ধের নির্মম পরিণতি
হাওড়া, ৯ অক্টোবর (হি.স.): শূকর মারতে ফাঁদ, আর সেই ফাঁদে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁতিহালে। গ্রামীণ হাওড়া জুড়ে কৃষি জমিতে তাণ্ডব চালাচ্ছে শূকরের দল। কৃষি জমি লণ্ডভণ্ড করছে। উৎপন্ন ফসল তোলার আগেই চাষের জমিতেই ফস
শূকর মারার ফাঁদে পড়ে ছটফটানি, ঝলসে বৃদ্ধের নির্মম পরিণতি


হাওড়া, ৯ অক্টোবর (হি.স.): শূকর মারতে ফাঁদ, আর সেই ফাঁদে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁতিহালে।

গ্রামীণ হাওড়া জুড়ে কৃষি জমিতে তাণ্ডব চালাচ্ছে শূকরের দল। কৃষি জমি লণ্ডভণ্ড করছে। উৎপন্ন ফসল তোলার আগেই চাষের জমিতেই ফসল নষ্ট করছে শূকরের দল। জমির ফসল শূকরের তাণ্ডব থেকে সুরক্ষিত রাখতে নানা পন্থা অবলম্বন করছেন কৃষকরা। সেই পন্থাই মৃত্যু ডেকে আনল এক ব্যক্তির।

বৃহস্পতিবার ধান জমি থেকে উদ্ধার হয়েছে ওই বৃদ্ধের দেহ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁতিহালের ঢালীপাড়ার বাসিন্দা নবকুমার দাস (৬০) বুধবার থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে বুধবার রাতেই স্থানীয় জগৎবল্লভপুর থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার সকালে এলাকার একটি চাষের জমি থেকে নবকুমারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande