কলকাতা, ৯ অক্টোবর (হি.স.): ব্যান্ডেল-কাটোয়া সেকশনে বৃহস্পতিবার থেকে ৮ দিন ধরে তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে।
পূর্ব রেলের প্রেস বিবৃতিতে এ কথা জানিয়ে লেখা হয়েছে, ধাত্রীগ্রাম-অম্বিকা কালনা-গুড়াপ স্টেশনের মধ্যে ডাউন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য ৯.১০.২০২৫ থেকে ১৬.১০.২০২৫ পর্যন্ত ৮ দিনের জন্য ১৮০ মিনিটের ট্র্যাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে।
ফলে ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া ইএমইউ লোকাল এবং ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল ইএমইউ লোকাল ০৯.১০.২০২৫, ১১.১০.২০২৫, ১২.১০.২০২৫, ১৩.১০.২০২৫, ১৪.১০.২০২৫, ১৫.১০.২০২৫ এবং ১৬.১০.২০২৫ তারিখে বাতিল থাকবে।
তাছাড়া ৩৭৯২৪ কাটোয়া – হাওড়া ইএমইউ লোকাল কাটোয়া ও ধাত্রীগ্রামের মধ্যে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত