সুলতানপুর, ৯ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের সুলতানপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু হয়েছে, আহত আরও ছয়জন। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে অযোধ্যা–প্রয়াগরাজ জাতীয় সড়কে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, দেহাত এলাকার কমনগড় গ্রামের বাইপাসে বুধবার রাত প্রায় দু’টো নাগাদ বিসর্জন শেষে ই-রিকশাতে ফিরছিলেন কয়েকজন । রিকশা থেকে নেমে তাদের রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক আচমকা তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে সীমা (১৭) ও রীমা (১০) নামে দুই বোনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি ৬ জন আহতের চিকিৎসা চলছে বর্তমানে। নিহতরা ওদরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এক পুলিশ আধিকারিক জানান , মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকচালকের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য