কলকাতা, ৯ অক্টোবর, (হি.স.): দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর সংলগ্ন একটি হোটেল থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। মৃতের নাম আর্যভট্ট ভাওয়াল (৩৪)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি নোটও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লালবাজার সূত্রের খবর, ওই যুবকের বাড়ি বালিগঞ্জ স্টেশন রোড এলাকায়। কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি রবীন্দ্র সরোবর থানা এলাকার এই হোটেলে থাকছিলেন। তদন্তে নেমে পুলিশ হোটেলের ম্যানেজার ও কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, বেশ কয়েকদিন আগে ওই ব্যক্তি হোটেলে আসেন ও নিজেকে তিনি একটি বেসরকারি সংস্থার কর্মী বলে পরিচয় দেন।
প্রতিদিন তিনি বাইরে যেতেন এবং সন্ধেয় ফিরে আসতেন। তবে গত কয়েকদিন ধরে তাঁর আচরণে পরিবর্তন লক্ষ্য করেছিলেন হোটেল কর্মীরা। প্রায়ই তাঁকে ফোনে কারও সঙ্গে তীব্র তর্ক করতে দেখা গিয়েছিল। ঘর থেকেও প্রায়শই চিৎকার-চেঁচামেচির আওয়াজ শুনতে পেতেন কর্মচারীরা।
লালবাজার সূত্রের খবর, বুধবার থেকে ঘরটি তালাবন্ধ অবস্থায় থাকায় সন্দেহ হয় হোটেল কর্মীদের। বহুবার দরজায় টোকা দিতেও ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। বৃহস্পতিবার দুপুরে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা খুলতেই দেখা যায়, বিছানার পাশে পড়ে রয়েছে আর্যভট্ট ভাওয়ালের দেহ। তাঁর পাশে মেলে একটি নোট।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত