- নিহতের নিকট-আত্মীয়কে ১০ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসা-ব্যয় বহন করবে কারবি পরিষদ, ঘোষণা সিইএম তুলিরামের
হামরেন (কারবি আংলং, অসম), ৯ অক্টোবর (হি.স.) : পশ্চিম কারবি আংলং জেলার অন্তর্গত হামরেন মহকুমা সদরের অধীন অসম-মেঘালয় সীমান্তবর্তী বৈঠালাংসো থানা এলাকার তাপাত গ্রামে কৃষিখেতে ধান কাটাকে কেন্দ্র করে ব্যাপক হিংসাত্মক সংঘর্ষ সংঘটিত হয়েছে। এ ঘটনায় অরিবেল তিমুং (৪৮) নামের একজনের মৃত্যু এবং স্টেমুয়েল তিমুং সহ গুরুতরভাবে আহত হয়েছেন কয়েকজন, নিশ্চিত করেছেন সধারণ ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। আহতদের হামরেন সিভিল হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও উত্তেজনা বিরাজ করছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এদিকে সংঘর্ষে নিহত অরিবেল তিমুঙের নিকট আত্মীয়কে কারবি আংলং স্বশাসিত পরিষদের পক্ষ থেকে দশ লক্ষ টাকা এবং আহত স্টেমুয়েল তিমুং সহ অন্যদের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করা হবে বলে ঘোষণা করেছেন পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তুলিরাম রংহাং।
আধিকারিক সূত্রে প্ৰাপ্ত খবরে জানা গেছে, আজ বৃহস্পতিবার অপরাহ্নের দিকে ঘটনার সূত্রপাত। অসম-মেঘালয় সীমান্তবর্তী এলাকার বাসিন্দা কতিপয় খাসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তি খেতে ধান কাটতে শুরু করলে কারবি বাসিন্দারা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষেপে গিয়ে কারবিদের ওপর সরাসরি আক্রমণ করে খাসিরা।
খাসিদের সঙ্গে সংঘৰ্ষে কারবি জনগোষ্ঠীয় অরিবেল তিমুং নামের একজনের মৃত্যু হয়েছে এবং স্টেমুয়েল তিমুং সহ গুরুতরভাবে আহত হয়েছেন কয়েকজন। মারপিটে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল, জানিয়েছে আধিকারিক সূত্রটি।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে কাঁদানে গ্যাসের শেল এবং পরে শূন্যে গুলি ছুঁড়তে হয়েছে পুলিশকে। এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব