কলকাতা, ৯ অক্টোবর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিই হবে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভারী বৃষ্টিপাত তথা দুর্যোগের সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিই হবে। কখনও রোদ, আবার কখনও মেঘলা থাকবে আকাশ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় নতুন করে আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা নেই। উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। উত্তরের মতো দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে কোনও জেলাতেই ভারীর বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা