কলকাতা, ৯ অক্টোবর (হি.স.): “আমরা এমন মুখ্যমন্ত্রী পেয়েছি যা আমাদের পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য। সাংসদ মনোজ টিগ্গা বৃহস্পতিবার সল্ট লেকে বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
টিগ্গা বলেন, একদিকে উত্তরবঙ্গ বন্যায় ভাসছে অন্য দিকে তিনি কার্নিভাল উদযাপন করছেন। তিনি প্রথমে উত্তরবঙ্গের পরিস্থিতির কথা তুলে ধরেন। বলেন, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় ভয়াবহ বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
চা বাগান গুলোতে জল ঢুকে অনেক ক্ষতি হয়েছে এবং সেই সঙ্গে অনেক মানুষও প্রাণ হারিয়েছেন। আমাদের জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বিধানসভার টান্ডু বামনডাঙ্গার চা বাগানে বন্যার ফলে ৯ জন প্রাণ হারিয়েছেন।
তিনি এই প্রসঙ্গে বলেন, “বালুরঘাটে বিজেপি করা মহিলাদের দন্ডী কাটানো হয়েছে, কোথাও জমি কেড়ে নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের চা বাগানের জমিগুলো দখল করে প্রোমোটারদের দিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।
আদিবাসীদের যে জল-জঙ্গলের, জমির অধিকার তা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছেন। তার কারণ আদিবাসীরা পশ্চিমবঙ্গের বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে। তাই আদিবাসীদের বঞ্চিত করা হচ্ছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত