আগরতলা, ৯ অক্টোবর (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর পুর পরিষদের ১১ নম্বর ওয়ার্ড এবং দক্ষিণ তারানগর গ্রাম পঞ্চায়েতের তাঁরা সুন্দরী বাঁধ ও ছড়া এলাকায় পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা কৃষিমন্ত্রী রতনলাল নাথ। পরিদর্শনে বিভিন্ন দফতরের সংশ্লিষ্ট আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
এ সময় এলাকায় একটি সুন্দর পার্ক বা বিনোদন কেন্দ্র গড়ে তোলা এবং জল সংরক্ষণের জন্য ওয়াটার সেট প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া সম্ভব এমন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রীর সঙ্গে কর্মকর্তারা জলধারণ ক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের বিনোদনের দিক বিবেচনা করে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেন।
সূত্রে জানা যায়, আগামী কয়েক দিনের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে। এতে স্থানীয়রা শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, বরং জল সংরক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিবেশও সুরক্ষিত হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ