সোনামুড়া (ত্রিপুরা), ৯ অক্টোবর (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায় ফের সামাজিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র সামনে এল। পশ্চিম দুর্লভ নারায়ণ অমলকীমুড়া এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ঘটল রক্তাক্ত হামলার ঘটনা। অভিযোগ, নুরুল ইসলাম নামের এক ব্যক্তি ধারালো দা দিয়ে তার স্ত্রী খুসনেহারা বেগম ও পুত্রবধূ সালমা আক্তারের উপর এলোপাতারি কোপায়।
ঘটনায় দুই মহিলা গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে হামলাকারী নুরুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক। খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে। পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিবাদই এই হামলার মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পলাতক নুরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ