তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৯ অক্টোবর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়ার খাসিয়ামঙ্গলে অবস্থিত বিএসএফ ক্যাম্পে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। শিবিরটি সফল করতে বিএসএফ-এর বিভিন্ন স্তরের আধিকারিক এবং জওয়ানদের সক্রিয় ভূমিকা চোখে পড়ার মতো ছিল।
শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফ-এর ৭০ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট মনোজ কুমার শর্মা, ১০৪ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট চন্দ্রকান্ত উপাধ্যায় এবং ডিআইজি টিএনএস রেড্ডি।
ডিআইজি টিএনএস রেড্ডি বলেন, “রক্তদান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দান। রক্তদানের মাধ্যমে শুধু সামাজিক একতার বন্ধন দৃঢ় হয় না, বরং এটি অন্যের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
উৎসাহের সঙ্গে রক্তদান কার্যক্রমে অংশগ্রহণ করেছেন বিএসএফ-এর জওয়ানরা। তাঁরা প্রমাণ করেছেন যে, পেশাগত দায়িত্ব এবং দেশের সুরক্ষার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও বিএসএফ সক্রিয়।
বাহিনী সূত্রে জানানো হয়েছে, এই ধরনের সামাজিক কর্মকাণ্ড আগামীদিনেও চালু থাকবে এবং প্রয়োজনে রক্তদানের মত উদ্যোগ অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ