কৈলাসহরে আশা কর্মীদের ১২ দফা দাবিতে জেলা শাসককে ডেপুটেশন
কৈলাসহর (ত্রিপুরা), ৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা আশা কর্মী সংঘের প্রদেশ কমিটির আহ্বানে বৃহস্পতিবার দুপুরে ঊনকোটি জেলার কৈলাসহরে জেলা শাসকের কাছে ১২ দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ
আশা কর্মীদের ডেপুটেশন


কৈলাসহর (ত্রিপুরা), ৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা আশা কর্মী সংঘের প্রদেশ কমিটির আহ্বানে বৃহস্পতিবার দুপুরে ঊনকোটি জেলার কৈলাসহরে জেলা শাসকের কাছে ১২ দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ ঊনকোটি জেলা কমিটির সদস্য প্রহ্লাদ দেবনাথ, জেলা কমিটির সম্পাদক পীযূষ দাস, সহ-সভাপতি গণেশ দেব, অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের রাজ্য সভানেত্রী আলপনা দেবনাথ, আশা কর্মী সংঘের জেলা কনভেনার টুকু ধর সহ অন্যান্য আশা কর্মীরা।

ডেপুটেশনের মূল উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দাবি পেশ করা। ১২ দফা দাবির মধ্যে প্রধান দাবি ছিল আশা কর্মীদের ন্যূনতম মাসিক বেতন ১৮,০০০ টাকা এবং আশা ফেসিলেটরদের জন্য ২৪,০০০ টাকা প্রদান। এছাড়াও অন্যান্য শ্রমিক সুবিধা সংক্রান্ত দাবি অন্তর্ভুক্ত ছিল।

জেলাশাসক ডঃ তমাল মজুমদার তাঁদের দাবির প্রতি সহমত প্রকাশ করেন এবং বিষয়টি মনোযোগ সহকারে দেখার আশ্বাস দেন। সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে এদিন ঊনকোটি জেলাতেও এই ডেপুটেশন প্রদান করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande