আগরতলা, ৯ অক্টোবর (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধিদল। সম্প্রতি আগরতলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঘটে যাওয়া হামলার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়।
তৃণমূল নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁদের দলীয় অফিসে হামলা চালানো হয়েছে। প্রতিনিধিদলে ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের নেতা কুনাল ঘোষ, সাংসদ সুস্মিতা দেব, সাংসদ সায়নী ঘোষ প্রমুখ। নেতৃত্বরা দাবি জানান, দোষীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। তাঁরা সতর্ক করে দেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। অতিরিক্ত পুলিশ সুপার প্রতিনিধিদলের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ