সোনামুড়া, ৯ অক্টোবর (হি.স.) : স্বর্ণ পাচারকে কেন্দ্র করে সুলেমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মার সাথে দেখা করেন এন.সি. নগর এলাকার বাসিন্দারা।
উল্লেখ্য, প্রায় এক মাস আগে স্বর্ণ পাচার নিয়ে বিবাদের জেরে সুলেমান হোসেন খুন হন। ঘটনায় মূল অভিযুক্ত রুকসানা বেগমকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করলেও, আরও সাতজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তাদের কাউকেই গ্রেফতার করা যায়নি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। বৃহস্পতিবার ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তাঁদের অভিযোগ, পুলিশের গাফিলতির কারণেই ন্যায়বিচার বিলম্বিত হচ্ছে। ঘটনাটি ঘিরে এন.সি. নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ