তেলিয়ামুড়ায় নিউস্টার ক্লাবের শ্যামা পুজোর প্রস্তুতি শুরু, বাজেট চৌদ্দ লক্ষ
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৯ অক্টোবর (হি.স.) : গোটা খোয়াই জেলায় শ্যামা মায়ের আরাধনায় বরাবরই বিশেষ ছাপ রেখে আসছে তেলিয়ামুড়ার নিউস্টার ক্লাব। এবছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে ক্লাব কর্তৃপক্ষ আরও আকর্ষণীয় আয়োজনের পথে হাঁটছে। প্রায় চৌদ্দ লক্ষ টাক
ক্লাব কর্মকর্তারা


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৯ অক্টোবর (হি.স.) : গোটা খোয়াই জেলায় শ্যামা মায়ের আরাধনায় বরাবরই বিশেষ ছাপ রেখে আসছে তেলিয়ামুড়ার নিউস্টার ক্লাব। এবছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে ক্লাব কর্তৃপক্ষ আরও আকর্ষণীয় আয়োজনের পথে হাঁটছে। প্রায় চৌদ্দ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে ক্লাবের উদ্যোগে।

এবারের পূজোর মূল আকর্ষণ হতে চলেছে ভুটানের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ, যা দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে। পাশাপাশি, বহিঃরাজ্যের শিল্পীদের দ্বারা আলোকসজ্জা ও অলংকরণে গোটা এলাকা সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছেন ক্লাব সদস্যরা।

বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গণে খুঁটি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পুজো প্রস্তুতির সূচনা করা হয়। এই শুভ সূচনায় ক্লাব সদস্যরা সম্মিলিতভাবে উপস্থিত থেকে মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। স্থানীয়রা মনে করছেন, নিউস্টার ক্লাবের এবারের শ্যামা পূজা শুধু তেলিয়ামুড়া নয়, গোটা খোয়াই জেলার দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande