সাব্রুম (ত্রিপুরা), ৯ অক্টোবর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার মনুঘাটের বেতাগা এলাকায় অবস্থিত চেন্দামনি বুদ্ধ বিহারে বৃহস্পতিবার দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল মগ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসব।
সকাল থেকেই মগ সম্প্রদায়ের নারী-পুরুষেরা ঐতিহ্যবাহী পোশাকে, ধর্মীয় গান ও প্রার্থনার মাধ্যমে এই পবিত্র উৎসব পালন করেন। শুধু মগ সম্প্রদায়ই নয়, অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরও অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক সামাজিক সম্প্রীতির মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অতিথিদের আগমনে ভক্তদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ। অনুষ্ঠানে জেলা সভাধিপতিকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারা চেন্দামনি বুদ্ধ বিহারের সৌন্দর্যায়ন ও সংযোগ রাস্তা নির্মাণের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
উৎসব প্রাঙ্গণে ধর্মীয় গান, প্রার্থনা ও শান্তি কামনায় মুখরিত হয়ে ওঠে গোটা বেতাগা এলাকা। সার্বিকভাবে এই কঠিন চীবর দান উৎসব সম্প্রীতি, ঐক্য ও ধর্মীয় ভ্রাতৃত্বের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অভিমত ব্যাক্ত করেন স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ