আগরতলা, ৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফি ছয়টি ক্যাটাগরিতে বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী এই সংবাদ জানিয়ে বলেন আগামীকাল থেকে নতুন ফি কাঠামো কার্যকর হবে।
ডঃ চৌধুরী বলেন, মাধ্যমিক স্তরে পাঁচটি বিষয়ে পরীক্ষার ফি পূর্বে ১৩০ টাকা এবং ভোকেশনাল ফি ৭৫ টাকা, মোট ২০৫ টাকা ছিল। নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি বেড়ে ৩০০ টাকা হয়েছে, ভোকেশনাল ফি অপরিবর্তিত রেখে মোট ফি দাঁড়িয়েছে ৩৭৫ টাকা।
উচ্চমাধ্যমিক স্তরে পরীক্ষার ফি পূর্বে ১৬০ টাকা এবং প্র্যাকটিক্যাল ফি ৭৫ টাকা, মোট ২৩৫ টাকা ছিল। এখন পরীক্ষার ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি প্র্যাকটিক্যাল বিষয়ে ৭৫ টাকা করে ফি দিতে হবে।
রেজিস্ট্রেশন ফিতেও পরিবর্তন আনা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে রেজিস্ট্রেশন ফি ১১০ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফি বৃদ্ধির ছয়টি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে – আবেদনপত্র ফি, রেজিস্ট্রেশন ফি, প্র্যাকটিক্যাল ফি, সেন্টার ফি, রিভিউ ফি এবং পরীক্ষার ফি। ডঃ চৌধুরী জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ফি বাড়ানো হয়েছে।
তিনি জানান, ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা ১৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং ৬ জানুয়ারি ২০২৬ থেকে পরীক্ষার ফর্ম বিতরণ শুরু হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ