শিক্ষার মাধ্যমে সংস্কৃতি সংরক্ষণের আহ্বান মুখ্যমন্ত্রী ডাঃ সাহার
আগরতলা, ৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বৃহস্পতিবার শিক্ষার মাধ্যমে জনজাতি সংস্কৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। সিপাহিজালা জেলার জাম্পুইজালার প্রভাপুরে ২৮.৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন একলব
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বৃহস্পতিবার শিক্ষার মাধ্যমে জনজাতি সংস্কৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। সিপাহিজালা জেলার জাম্পুইজালার প্রভাপুরে ২৮.৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্বোধনের পর তিনি একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে জনজাতি শিক্ষার্থীরা তাদের সমাজের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডাঃ সাহা বলেন, “২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে জনজাতি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, মুঘল আমল ও ব্রিটিশ শাসনামলে ভারতের ঐতিহ্য ধ্বংসের চেষ্টা করা হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন হারিয়ে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছেন।

বর্তমানে রাজ্যে অনুমোদিত ২১টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মধ্যে ১২টি ইতিমধ্যেই চালু হয়েছে। জাম্পুইজালার নতুন বিদ্যালয়সহ আরও ছয়টি বিদ্যালয় ২০২৬ সালের মার্চের মধ্যে সম্পন্ন হবে এবং বাকি চারটি দুই বছরের মধ্যে শেষ হবে।

মুখ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত ২,৪৭৫ জন জনজাতি শিক্ষার্থী — ১,১৮৯ জন ছেলে এবং ১,২৮৬ জন মেয়ে — একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে। ২১টি বিদ্যালয় সম্পূর্ণ চালু হলে প্রায় ১০,৩৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক মানব দেববর্মা, প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহিজালা জেলা শাসক ডঃ সিদ্ধার্থ শিব জয়সওয়ালসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande