আগরতলা, ৯ অক্টোবর (হি.স.) : রাজধানীর বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বিদ্যালয় থেকে প্রায় ৬ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।
দূর্গা পূজা উপলক্ষে দীর্ঘ ছুটির সুযোগে বিদ্যালয়ের বিভিন্ন রুমের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় খুলতেই প্রাথমিক বিভাগের শিক্ষক-শিক্ষিকারা চুরির ঘটনাটি টের পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা ও পশ্চিম থানার পুলিশকে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা জানান, চোরের দল মিড ডে মিলের স্টোর রুম থেকে গ্যাস সিলিন্ডার, রান্নার বাসনপত্র, একাধিক শ্রেণিকক্ষ থেকে পাঁচটি ফ্যান ও বিদ্যুতের তার চুরি করে নিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফিজিক্স ল্যাবরেটরি এবং কম্পিউটার রুম—সেখান থেকে নয়টি সিপিইউ ও ইউপিএস চুরি হয়েছে।
স্থানীয়দের মতে, বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল না থাকায় এবং পুজোর সময় এলাকায় নীরবতার সুযোগেই এই চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।পশ্চিম থানার পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ