তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৯ অক্টোবর (হি.স.) : আবারও পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মুখে চরম প্রশ্ন তুলে তেলিয়ামুড়ার একটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এবারের ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অন্তর্গত মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে।
পূজার ছুটি শেষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় খুলতে এসে শিক্ষকরা দেখতে পান, প্রিন্সিপালের কক্ষসহ তিনটি কক্ষের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। এরপর দেখা যায় মোট দশটি আলমিরা খোলা, ভেতরের গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার মূল হার্ডডিস্কটিও নিয়ে গেছে চোরেরা।
ঘটনার খবর পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বিদ্যালয় পরিচালন কমিটিকে এবং তেলিয়ামুড়া থানাকে অবগত করে। খবর পেয়ে সাব-ইন্সপেক্টর নেপাল মুণ্ডার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এখনপ পর্যন্ত সঠিকভাবে বোঝা যাচ্ছে না ঠিক কী কী জিনিসপত্র চুরি হয়েছে।
স্থানীয়দের একাংশের ধারণা, এলাকায় ক্রমবর্ধমান নেশা সংক্রান্ত সমস্যা এই চুরির ঘটনার পেছনে বড় ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, এর আগেও তেলিয়ামুড়া থানার অন্তর্গত একাধিক বিদ্যালয়ে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে, কিন্তু কোনও ক্ষেত্রেই পুলিশ দোষীদের ধরতে পারেনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ