দেশব্যাপী একাধিক যোজনার সূচনাকে কেন্দ্র করে বৈঠকে যোগ দিলেন কৃষিমন্ত্রী রতনলাল
আগরতলা, ৯ অক্টোবর (হি.স.) : আসন্ন ডাল আত্মনির্ভরতা ও জন ধন কিষাণ যোজনার সূচনা উপলক্ষে বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের আহ্বানে অনুষ্ঠিত বৈঠকে যোগ দিলেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। কৃষিমন্ত্রী এদিন সচিবালয়
কৃষিমন্ত্রী রতনলাল নাথ


আগরতলা, ৯ অক্টোবর (হি.স.) : আসন্ন ডাল আত্মনির্ভরতা ও জন ধন কিষাণ যোজনার সূচনা উপলক্ষে বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের আহ্বানে অনুষ্ঠিত বৈঠকে যোগ দিলেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ।

কৃষিমন্ত্রী এদিন সচিবালয়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রিরা বৈঠকে যোগ দেন।

মন্ত্রী রতনলাল নাথ জানান, “ডাল আত্মনির্ভরতা ও জন ধন কিষাণ যোজনা কৃষকদের আরও সহায়তা ও ক্ষমতায়নের লক্ষ্যে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে জাতীয় স্তরের এই অনুষ্ঠানটি আগামী ১১ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।”

ত্রিপুরায় রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হবে এ.ডি. নগরের রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে। পাশাপাশি, প্রতিটি জেলা সদর, মহকুমা ও ব্লক পর্যায়েও এদিন একইভাবে অনুষ্ঠান আয়োজন করা হবে।

কৃষিমন্ত্রী আরও জানান, রাজ্যস্তরের প্রধান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সংসদ সদস্য, বিধায়ক, কর্পোরেটর, সভাধিপতি, কৃষি দফতরের আধিকারিকসহ কৃষকরা অংশ নেবেন।

ভিডিও কনফারেন্সে জৈব ও প্রাকৃতিক চাষাবাদের প্রসার, কৃষকদের আয় বৃদ্ধি এবং ডাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী রতনলাল নাথ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande