বিশালগড় (ত্রিপুরা), ৯ অক্টোবর (হি.স.): টানা ১২ দিন ধরে বিকল রয়েছে সিপাহীজলা জেলার চড়িলামের চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েত এলাকার পানীয় জলের মেশিন। ফলে মারাত্মক সমস্যায় পড়েছেন স্থানীয় গ্রামবাসীরা।
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে থাকা ওই পানীয় জলের মেশিনটি বিকল হয়ে পড়লেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। পানীয় জলের জন্য চরম দুর্ভোগে পড়ছেন এলাকার সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার গ্রাম পঞ্চায়েত প্রধান ও ডি.ডব্লিউ.এস. (পানীয় জল দফতর)-এর কর্মকর্তাদের জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন জল না পেয়ে ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে।
তবে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, সে কারণে প্রতিদিন একটি গাড়ি করে জল আনা হচ্ছে গ্রামের বাসিন্দাদের ব্যবহারের জন্য। কিন্তু তাতে সমস্যা মেটে না, কারণ গাড়ির জল পর্যাপ্ত নয় বলে জানান ক্ষুব্ধ গ্রামবাসীরা।গ্রামবাসীদের দাবি, অবিলম্বে বিকল জলের মেশিনটি মেরামত করে স্বাভাবিক জল সরবরাহ চালু করা হোক।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ