কলকাতায় ৩৩ তম সাধারণ সম্মেলনের সূচনা, বীমা কর্মী সংগঠন বেসরকারিকরণের বিরুদ্ধেই সোচ্চার
কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) : ইস্টার্ন জোন ইন্স্যুরেন্স এমপ্লয়িজ আ্যসোসিয়েশন সংক্ষেপে (ইজেডআইইএ), উদ্যোগে কলকাতা শহরে ৩৩ তম সাধারণ সম্মেলন শুরু হয়েছে। চলবে ১২ নভেম্বর পর্যন্ত। সোমবার সল্টলেকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র অডিটোরিয়ামে ৪০০ এর কাছা
বিধাননগরের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে বীমা কর্মীদের সম্মেলন


কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) : ইস্টার্ন জোন ইন্স্যুরেন্স এমপ্লয়িজ আ্যসোসিয়েশন সংক্ষেপে (ইজেডআইইএ), উদ্যোগে কলকাতা শহরে ৩৩ তম সাধারণ সম্মেলন শুরু হয়েছে। চলবে ১২ নভেম্বর পর্যন্ত। সোমবার সল্টলেকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র অডিটোরিয়ামে ৪০০ এর কাছাকাছি প্রতিনিধি যোগ দিয়েছেন। সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীকান্ত মিশ্র এদিন জানান, বীমা ক্ষেত্রকে কেন্দ্রীয় সরকার বেসরকারি হাতেই তুলে দিতে উদ্যোগী। লাগাতর এ নিয়ে দেশজুড়ে চাপ সৃষ্টি করেই চলেছে। ১০০ শতাংশ সরাসরি বিদেশী লগ্নি বীমা শিল্পে নিবেশের পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট। এর বিরুদ্ধেই সরব হয়েছেন কর্মীরা। মূলত, সরকারের এই সিদ্ধান্তের ঘোরতর বিরোধী তাদের সংগঠন। এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন উদ্যোক্তারা। উল্লেখ্য, পূর্বাঞ্চল বীমা কর্মচারী সমিতি, সারা ভারত বীমা কর্মচারী সমিতির অন্যতম প্রথম আঞ্চলিক সংগঠন হিসেবে ১৯৫৬ সালের ১২ আগস্ট আত্মপ্রকাশ করে।

সংগঠনের তরফেও এদিনের সাংবাদিক সম্মেলনে - কৌশিক ভট্টাচার্য, রাজু দেব, অমিতাভ ঘোষ, প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ পশ্চিমবঙ্গ, আসাম সমেত উত্তর পূর্বাঞ্চলের ৭ টি রাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বীমা শিল্পের সঙ্গে যুক্ত কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ এই সম্মেলনে যোগদান করেছেন। ২০০ জন প্রতিনিধিদের সঙ্গেই রয়েছেন পর্যবেক্ষক ও অতিথি মিলিয়ে মোট ৪০০ জন সম্মেলনে যোগ দেন। ১২ টি ডিভিশনের ৭০ জন মহিলা প্রতিনিধিও যোগদান করেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande