
ব্রাটিস্লাভা, ১০ নভেম্বর (হি. স.) : রবিবার সন্ধ্যায় স্লোভাকিয়ায় দুটি ট্রেনের সংঘর্ষে একাধিক যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সঙ্গে পেছন থেকে আসা আরেকটি ট্রেনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
পরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজধানী ব্রাটিস্লাভা এবং পেজিনোকের মধ্যবর্তী করিডরে এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে, ট্রেনগুলির মধ্যে কোনও মুখোমুখি সংঘর্ষ হয়নি, কোনও ট্রেন লাইনচ্যুত হয়নি।
তবে, স্থানীয় একটি সংবাদ ওয়েবসাইটে একজন যাত্রী জানিয়েছে যে সংঘর্ষের সময় একটি বিকট বিস্ফোরণ এর শব্দ শোনা গেছে।
এর আগে, ১৩ অক্টোবর পূর্ব স্লোভাকিয়ায় দুটি ট্রেনের সংঘর্ষে ৯১ জন আহত হন।
হিন্দুস্থান সমাচার / সোনালি