
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : হাওড়া জেলার লিলুয়া দক্ষিণ চকপাড়া এলাকায় দুই গোষ্ঠীর মধ্যেই এলাকা দখলকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় প্রকাশ, সোমবার প্রকাশ্যেই বোমাবাজি চলেছে। পরপর তিনটি বোমা ফাটে চকপাড়া দক্ষিণপাড়া এলাকায়। ওই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা। সেইসঙ্গে হাওড়া সিটি পুলিশের উচ্চ পদমর্যাদার আধিকারিকরা। এর পরিপ্রেক্ষিতেই এদিন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। যাতে পুনরাবৃত্তি আর না ঘটে। এই মুহূর্তে সেদিকেই নজর দেওয়া হচ্ছে। তবে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাকে। এদিকে, তবে এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় পাঁচজনের নামে অভিযোগ থাকলেও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এদিন অভিযুক্তদের হাওড়া আদালতে তোলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত