অচলাবস্থা শীঘ্রই শেষ হতে যাচ্ছে : ট্রাম্প
ওয়াশিংটন, ১০ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে সেনেটে একটি সমঝোতায় পৌঁছেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যরা। এর ফলে আমেরিকায় রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থার অবসান হতে চলেছে, এমনই খবর মার্কিন সংবাদমাধ্যমের।
অচলাবস্থা শীঘ্রই শেষ হতে যাচ্ছে : ট্রাম্প


ওয়াশিংটন, ১০ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে সেনেটে একটি সমঝোতায় পৌঁছেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যরা। এর ফলে আমেরিকায় রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থার অবসান হতে চলেছে, এমনই খবর মার্কিন সংবাদমাধ্যমের।

এই খবর প্রকাশ্যে আসায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘দেখে মনে হচ্ছে, সরকারের অচলাবস্থা শীঘ্রই শেষ হতে যাচ্ছে।’

উল্লেখ্য, সরকারি ব্যয়ের বাজেট পাস নিয়ে দীর্ঘ এই অচলাবস্থার কারণে বহু সরকারি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আইনপ্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন।

রিপাবলিকানদের পাশাপাশি অন্তত ৮ জন ডেমোক্র্যাট এই প্রস্তাবকে সমর্থন করতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে সেনেটে বিল পাশ করতে আর কোনও অসুবিধা থাকবে না। সেনেটের পর মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ বিলটিকে পাশ করাতে হবে। তারপর তা প্রেসিডেন্টের টেবিলে যাবে। প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই অচলাবস্থা কাটতে পারে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande