
সিরসা, ১১ নভেম্বর (হি.স.) : হরিয়ানায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্য। অভিযানে একদিনে তিনটি পৃথক জায়গা থেকে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২.২৫ লক্ষ টাকার মাদক (হেরোইন) উদ্ধার করেছে। মামলা দায়ের করা হয়েছে প্রতিটি ঘটনায়।
প্রথম ঘটনাটি ঘটেছে , সিরসার মীরপুর গ্রামে। পুলিশ সোমবার রাতে টহল দেওয়ার সময় সন্দেহজনক একটি গাড়ি আটক করে। গাড়িতে থাকা এক যুবক নবজিৎ সিং ওরফে নাভির কাছ থেকে ১৫ গ্রামের বেশি মাদক (হেরোইন) উদ্ধার হয়। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে শহরের কিষাণ চক এলাকায়। পুলিশের হাতে ধৃত বসন্ত ওরফে জাসারের কাছ থেকে ৮ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়। তৃতীয় ঘটনাটি ঘটেছে নাকৌদা এলাকায়। টহল চলাকালীন দুই যুবকের কাছ থেকে ৮ গ্রামের বেশি মাদক (হেরোইন) উদ্ধার হয়।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। তিনি আরও জানান , মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য