স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে প্রকাশ্যে ক্ষোভ মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১১ নভেম্বর, (হি.স.): স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবনে এক সভায় তিনি তাঁর প্রকাশ্য ক্ষোভের কথা জানান। অভিযোগ, বারাসতের এক বেসরকারি হাসপাতাল রোগীকে জানিয়েছে, স্বাস্থ্যসাথীতে
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১১ নভেম্বর, (হি.স.): স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবনে এক সভায় তিনি তাঁর প্রকাশ্য ক্ষোভের কথা জানান।

অভিযোগ, বারাসতের এক বেসরকারি হাসপাতাল রোগীকে জানিয়েছে, স্বাস্থ্যসাথীতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত পরিষেবা মিলবে। মমতা বলেন, “আমরা তো ৫ লক্ষ টাকা পর্যন্ত দিই। টাকা নিচ্ছে, তবু পরিষেবা দিচ্ছে না— এটা বরদাস্ত করব না। জানামাত্র আমি শো কজ করতে বলেছি।”

বাম আমলের তুলনায় রাজ্যের স্বাস্থ্যখাতের পরিবর্তনের চিত্র তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, “আগে মানুষ হাসপাতালে ভর্তি হতে পারত না, চিকিৎসা না পেয়ে মরত। এখন স্বাস্থ্যখাতে বিপ্লব হয়েছে।” তাঁর দাবি, ১৪ বছরে শিশু মৃত্যুহার ৩৪ থেকে কমে ১৯-এ নেমেছে, মাতৃমৃত্যুও অনেক হ্রাস পেয়েছে। বাজেট বরাদ্দও বেড়েছে ছ’গুণ— ২০১০-১১ সালে ৩,৫৮৪ কোটি থেকে ২০২৫-২৬ সালে ২১,৩৫৫ কোটি টাকা।

স্বাস্থ্যখাতে রাজ্যের ‘বৈপ্লবিক পরিবর্তন’-এর খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রীর বার্তা, “স্বাস্থ্য মানে শুধু ভবন নয়, সেবা। আর সেই সেবায় কোনও গাফিলতি চলবে না।”

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande