এসআইআর নিয়ে আপনারা কেন এত ভয় পাচ্ছেন, মামলাকারীদের প্রশ্ন শীর্ষ আদালতের
নয়াদিল্লি, ১১ নভেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে এসআইআর- নিয়ে নির্বাচন কমিশনকে বার্তা দিল সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে মামলাকারীদের উদ্দেশে শীর্ষ আদালতের বার্তা, ‘‘এসআইআর নিয়ে আপনারা কেন এত ভয় পাচ্ছেন?’’ বিহারে এসআইআর প্রক্রিয়া নিয়ে আগেই ম
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ১১ নভেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে এসআইআর- নিয়ে নির্বাচন কমিশনকে বার্তা দিল সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে মামলাকারীদের উদ্দেশে শীর্ষ আদালতের বার্তা, ‘‘এসআইআর নিয়ে আপনারা কেন এত ভয় পাচ্ছেন?’’

বিহারে এসআইআর প্রক্রিয়া নিয়ে আগেই মামলা চলছিল সুপ্রিম কোর্টে। পরে যোগ হয়েছে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর একাধিক রাজনৈতিক দলের করা মামলা। মঙ্গলবার সবকটি মামলা একসঙ্গে শুনেছে শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

মামলাকারীদের মূল বক্তব্য, “বিশেষ নিবিড় সংশোধন নিয়ে অহেতুক তাড়াহুড়ো করছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ার সময় আরও কিছুটা বাড়িয়ে দেওয়া উচিত।

মঙ্গলবার তামিলনাড়ুর আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, “আগে এসআইআর করতে তিন বছর সময় লাগত। এখন সেটা নাকি একমাসে শেষ করতে চাইছে। এতে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande