দিল্লি বিস্ফোরণের সমর্থনে সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য ! অসমে গ্রেফতারের সংখ্যা বেড়ে ১৫
গুয়াহাটি, ১৩ নভেম্বর (হি.স.) : দিল্লি বিস্ফোরণের প্রত্যক্ষ ও পরোক্ষে সমর্থন করে সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের দায়ে অসমে গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেফতার করেছে সংশ্লিষ্ট জেলার পুলিশ। প্ৰসঙ্গত, গতকাল মুখ
মুখ্যমন্ত্ৰীর এক্স হ্যান্ডলে গ্ৰেফতারকৃত নতুন নয়জনের নামের তালিকা


গুয়াহাটি, ১৩ নভেম্বর (হি.স.) : দিল্লি বিস্ফোরণের প্রত্যক্ষ ও পরোক্ষে সমর্থন করে সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের দায়ে অসমে গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেফতার করেছে সংশ্লিষ্ট জেলার পুলিশ।

প্ৰসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় দিল্লিতে সংগঠিত বিস্ফোরণের যে বা যারা প্রশংসা করছেন বা সমর্থন করছেন বা সহিংসতা ছড়ানোর বার্তা ছড়াচ্ছেন তাদের কোনও অবস্থাতেই রেহাই দেওয়া হবে না। ধরপাকড়ের সংখ্যা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্ৰী তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে নতুন যে নয়জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নামের এক তালিকা সহ সতর্কবার্তাও দিয়েছেন।

মুখ্যমন্ত্ৰীর এক্স হ্যান্ডল এবং অসম পুলিশের সদর দফতরের আধিকারিক সূত্রের খবর অনুযায়ী গত সোমবার থেকে এখন পর্যন্ত যে সব জেলা থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা যথাক্রমে হাইলাকান্দির ফরিদ উদ্দিন লস্কর, বঙাইগাঁওয়ের দুজন নুর আমিন আহমেদ ও রফিজুল আলি, লখিমপুরের দুজন ইনামুল ইসলাম ও ফিরোজ আহমেদ ওরফে পাপন, বরপেটার দুজন শাহিল শোমান সিকদার ওরফে শহিদুল ইসলাম ও রকিবুল সুলতান, গোয়ালপাড়ার হাসান আলি মণ্ডল, চিরাঙের আবদুল লতিফ, দরঙের মতিউর রহমান, হোজাইয়ের নাসিম আহমেদ আকরাম, কামরূপের দুজন ওয়াজহুল কামাল ও তসলিম আহমেদ, দক্ষিণ শালমারার আবদুর রহিম মোল্লা ওরফে বাপ্পি হুসেন এবং কাছাড় জেলার শিলচর সদর থানার অন্তর্গত রংপুরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম বড়ভুইয়াঁ।

পুলিশের আধিকারিক সূত্রটি জানিয়েছে, সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহ প্রদান রোধ করতে সোশাল মিডিয়ায় নিবিড় নজরদারি চলিয়ে এখন পর্যন্ত এই পনেরোজনকে গ্রেফতার করা হয়েছে। যে কোনও সামাজিক মাধ্যমে প্ররোচনামূলক বা উত্তেজক বা সবেদনশীল বা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ছড়ানোর দায়ে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে বলেও পুলিশের আধিকারিক সূত্র জানিয়েছে। সিনিয়র পুলিশ অফিসার বলেছেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande