
দুর্গাপুর, ১৩ নভেম্বর (হি.স.) : বুদবুদ ব্লকের রনডিহা এলাকায় মদের আসরে খুনের ঘটনায় চার দিন পর চার বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন প্রহ্লাদ রুইদাস, বাবুল রুইদাস, অসীম রুইদাস ও বিশ্বজিৎ রাই সাহা। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তাদের পেশ করে হলে বিচারক প্রহ্লাদকে ৪ দিনের পুলিশ হেফাজতের এবং বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রনডিহা এলাকার গৌতম বাগদি (২২) বন্ধুদের সঙ্গে মদের আসরে অংশগ্রহণের পর রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের অভিযোগ, গৌতমকে তাঁর বন্ধুরা খুন করেছে। ১০ নভেম্বর বিকেলে গৌতম বাগদির পচাগলা মৃতদেহ রনডিহা ডিএমসি সেচখালের সতীডাঙা এলাকায় উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধারে গেলে স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পরে পুলিশের আশ্বাসে রাতের দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। খুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, “ঘটনার তদন্ত চলছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা