
সম্ভল, ১৩ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের সম্ভল জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে জুনাওয়ারি থানার অন্তর্গত রঘুপুর পুখতা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে এদিন দুপুরে দরিয়াব সিংহ ও তাঁর আত্মীয় রেহনা চৌধুরী ট্রাক্টর চালিয়ে ক্ষেতে যাচ্ছিল। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পড়ে যায়। দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন। ট্রাক্টরে ছিল দরিয়াব সিংহের সন্তান সঙ্গীতা (৭), দীক্ষা (১১), মীনা (৯), খুশবু (১৩), সূর্য (৮) এবং স্থানীয় বাসিন্দা হিতেশ। হঠাৎ রাস্তায় ট্রাক্টরটি উল্টে গেলে সবাই দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে এসে উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে পাঠায়।
এক পুলিশ আধিকারিক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রামীণ এলাকায় এই ধরনের ট্রাক্টর দুর্ঘটনা প্রায়ই ঘটছে। শ্রমিক ও শিশুদের একই সঙ্গে ট্রাক্টরে নিয়ে যাত্রা করা এখন বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয় প্রশাসনের মতে, সচেতনতা ও নিয়ম মেনে চললেই এমন দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য