‘জনগণের কাছে জনগণের কংগ্রেস’ মিশন নিয়ে দুদিনের ডিমা হাসাও সফরে এপিসিসি সভাপতি গৌরব গগৈ
হাফলং (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : ‘জনগণের কাছে জনগণের কংগ্রেস’, এই মিশন নিয়ে দুদিনের ডিমা হাসাও জেলা সফরে এসেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি)-র সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। আজ বৃহস্পতিবার সকালে গুয়াহাটি থেকে রওয়ানা হয়ে বিকালে হাফলং পৌঁছে প্রথমে
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ


হাফলং (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : ‘জনগণের কাছে জনগণের কংগ্রেস’, এই মিশন নিয়ে দুদিনের ডিমা হাসাও জেলা সফরে এসেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি)-র সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। আজ বৃহস্পতিবার সকালে গুয়াহাটি থেকে রওয়ানা হয়ে বিকালে হাফলং পৌঁছে প্রথমে তিনি হাফলং সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।

তার পর রাজীব ভবনে ডিমা হাসাও জেলা কংগ্রেস ও মণ্ডল কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন গৌরব। সন্ধ্যায় হাফলং আবর্ত ভবনে বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিগের সঙ্গে পাহাড়ি জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা লোকসভায় বিরোধী উপ-দলনেতা গৌরব গগৈ জানান, ‘জনগণের কাছে জনগণের কংগ্রেস’ মিশন নিয়ে দুদিনের হাফলং এবং মাইবাং সফরে এসেছেন। তিনি বলেন, গতকাল (বুধবার) গুয়াহাটিতে কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কংগ্রেসের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। গতকালের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘জনগণের কাছে জনগণের কংগ্রেস’ মিশন নিয়ে মানুষের কাছে গিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন কংগ্রেসের সর্বস্তরের পদাধিকারী এবং কর্মীরা।

গগৈ বলেন, গতকাল দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পর আজ (বৃস্পতিবার) প্রথমেই তিনি ডিমা হাসাও জেলা সফরে এসেছেন। গৌরব গগৈ বলেন, তাঁর প্রয়াত বাবা তরুণ গগৈয়ের নেতৃত্বে যখন রাজ্যে কংগ্রেস সরকার ছিল, তখন সরকারের এই মিশন ছিল ‘জনগণের কাছে জনগণের সরকার’। তবে বর্তমানে সরকারে থেকে কাজ করার সুবিধা নেই কংগ্র্সের। তাই কংগ্রেস এবার ‘জনগণের কাছে জনগণের কংগ্রেস’ মিশন নিয়ে মানুষের কাছে যাবে দল।

এপিসিসি সভাপতি বলেন, ডিমা হাসাও জেলা অসমের এক গুরুত্বপূর্ণ জেলা। পাহাড়ি এই জেলার মানুষের মধ্যে বহু প্রতিভা রয়েছে। কিন্তু তাঁরা সেভাবে সুযোগ-সুবিধা বা সাহায্য পাচ্ছেন না। তিনি বলেন, ডিমা হাসাও জেলায় সাধারণ মানুষ ভয়ে প্রাণ খুলে কথা বলতে পারছেন না, যেমন দিশপুরে মানুষ ভয়ে কথা বলতে পারে না। তাই কংগ্রেসের লক্ষ্য, দিসপুর এবং ডিমা হাসাও জেলায় মানুষের মন থেকে ভয় দূর করা, বলেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande