মিজোরামে উদ্ধার ৪৫ কোটি টাকার মেথামফেটামিন ট্যাবলেট, গ্ৰেফতার অসমের রবিজুল ও আদুল
আইজল, ১৩ নভেম্বর (হি.স.) : মিজোরামের সাইচুয়াল জেলার অন্তর্গত এনগোপা এলাকায় আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের ১৫ কিলোগ্রাম ওজনের নিষিদ্ধ মাদক মেথামফেটামিন (সংক্ষেপে মেথ) ট্যাবলেট। মাদক পাচারে জড়িত
মিজোরামে উদ্ধার ৪৫ কোটি টাকার মেথ ট্যাবলেট, গ্ৰেফতার রবিজুল ও আদুল


আইজল, ১৩ নভেম্বর (হি.স.) : মিজোরামের সাইচুয়াল জেলার অন্তর্গত এনগোপা এলাকায় আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের ১৫ কিলোগ্রাম ওজনের নিষিদ্ধ মাদক মেথামফেটামিন (সংক্ষেপে মেথ) ট্যাবলেট। মাদক পাচারে জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের অসমের বরপেটা জেলার বাসিন্দা জনৈক সাজ উদ্দিনের ছেলে রবিজুল হক এবং নাসির উদ্দিনের ছেলে আদুল হাসান বলে পরিচয় পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিক এই খবর দিয়ে জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাতে এনগোপা-সাইচুয়াল রোডে নাকাপয়েন্ট গড়ে মাদকদ্রব্যের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়। মধ্যরাতে নাকাপয়েন্টে একটি সন্দেহভাজন গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে ১৫ কিলোগ্রাম নিষিদ্ধ মাদক মেথামফেটামিন উদ্ধার করা হয়।বাজেয়াপ্তকৃত মেথামফেটামিন ট্যাবলেট, মাদক পাচারে ব্যবহৃত গাড়ি সহ আসামিদের সাইচুয়াল থানার পুলিশকে হস্তান্তর করা হয়েছে। শীর্ষ পুলিশ আধিকারিক বলেছেন, সাম্প্রতিককালে এটা মিজোরামের সবচেয়ে বড় মাপের মাদক-বিরোধী সফল অভিযান।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande