এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ: মহিলাদের দলগত যৌগিক বিভাগে ভারত সোনা জিতেছে, পুরুষরা জিতেছে রুপো
ঢাকা, ১৩ নভেম্বর (হি.স.): ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার ভারত যৌগিক তীরন্দাজে তাঁদের শক্তিশালী প্রদর্শন অব্যাহত রেখেছে। মহিলা দল স্বর্ণ এবং পুরুষ দল একটি রৌপ্য পদক জিতেছে। কম্পাউন্ড মহিলাদের ত্রয়ী দীপশিখা, প্রীতিকা প্রদ
এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ: মহিলাদের দলগত যৌগিক বিভাগে ভারত সোনা জিতেছে, পুরুষরা রুপো জিতেছে


ঢাকা, ১৩ নভেম্বর (হি.স.): ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার ভারত যৌগিক তীরন্দাজে তাঁদের শক্তিশালী প্রদর্শন অব্যাহত রেখেছে। মহিলা দল স্বর্ণ এবং পুরুষ দল একটি রৌপ্য পদক জিতেছে।

কম্পাউন্ড মহিলাদের ত্রয়ী দীপশিখা, প্রীতিকা প্রদীপ এবং জ্যোতি সুরেখা ভেন্নাম ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২৩৬-২৩৪ ব্যবধানে জয়লাভ করে।পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে, অভিষেক ভার্মা, সাহিল যাদব এবং প্রথমেশ ফুজের দল স্বর্ণপদক লড়াইয়ে কাজাখস্তানের কাছে ২২৯-২৩০ ব্যবধানে হেরে রৌপ্য পদক জিতে নেয়। প্রতিযোগিতা পুরো সময় ধরে সমানে সমানে ছিল, কিন্তু কাজাখ দল নির্ণায়ক মুহূর্তে এগিয়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande