
গোয়ালপাড়া (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : ঘুষের সাত হাজার টাকা নিতে গিয়ে মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারণ শাখার এক অভিযানকারী দলের হাতে ধরা পড়েছেন গোয়ালপাড়া জেলার অন্তর্গত জলেশ্বরের ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) ভুবেন দাস।
সরকারি সূত্রে জানা গেছে, জলেশ্বর আইসিডিএস প্রকল্পের অধীনে একটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ কাজ সম্পূৰ্ণ সম্পর্কিত বকেয়া বিল প্রক্রিয়ার জন্য বিডিও ভুবেন দাস ১০ হাজার টাকা দাবি করেছেন বলে মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারণ শাখায় একটি অভিযোগ দায়ের হয়েছিল।
অভিযোগ পেয়ে ছক কষেন মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারণ শাখার আধিকারিকরা। ছক অনুযায়ী আজ বৃহস্পতিবার গোয়ালপাড়ার লক্ষ্মীপুরে বিডিও-র ভাড়া বাসায় ফাঁদ পাতা হয়। অভিযোগকারী তাঁর বাসায় গিয়ে সাত হাজার টাকা দিতে যান বিডিও ভুবেন দাসের হাতে। তখনই স্বতন্ত্র সাক্ষীদের উপস্থিতিতে বিডিও ভুবেনকে হাতেনাতে ধরেন দুর্নীতি দমনের আধিকারিকরা।
ঘুষ নেওয়ার পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে ভুবেন দাসকে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮ (২০১৮ সালে সংশোধিত)-এর ধারা ৭ (এ)-এর অধীনে গ্রেফতার করা হয়েছে। সরকারি সূত্র নিশ্চিত করেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস