ভাটি অভয়নগরে স্মার্ট সিটি প্রকল্পে ঠিকাদারের গাফিলতিতে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
আগরতলা, ১৩ নভেম্বর (হি.স.) : রাজধানী আগরতলার ভাটি অভয়নগর পশ্চিমপাড় এলাকায় আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কভার ড্রেন নির্মাণের গর্তে পড়ে গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। রাস্তার পাশে খনন করা গর্তের সামনে কোন সতর্কবার্তা বা সাইনবোর্ড না থাকায় এই দু
রাস্তায় বেহাল অবস্থা


আগরতলা, ১৩ নভেম্বর (হি.স.) : রাজধানী আগরতলার ভাটি অভয়নগর পশ্চিমপাড় এলাকায় আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কভার ড্রেন নির্মাণের গর্তে পড়ে গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। রাস্তার পাশে খনন করা গর্তের সামনে কোন সতর্কবার্তা বা সাইনবোর্ড না থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মূল সড়কের ধারে খনন করা একটি গভীর গর্তে বাইকসহ পড়ে যান এক যুবক। দুর্ঘটনায় তিনি গুরুতর জখম হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গর্তের পাশে কোনও বিপদ সতর্ককরণ চিহ্ন না থাকাতেই এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীর ক্ষোভ, দীর্ঘদিন ধরে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে, কিন্তু কাজের গুণমান ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও নজর নেই। প্রায় ৪৬ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের কাজ দুর্গাপূজার আগে শেষ করার প্রতিশ্রুতি থাকলেও এখনও চলছে কাজ। ফলে বিভিন্ন এলাকায় খোলা গর্তে পড়ে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

উল্লেখ্য, দুর্গাপূজার আগেই উমাকান্ত একাডেমি স্কুলের সামনে এমনই এক গর্তে পড়ে গুরুতর আহত হয়েছিলেন এক রিকশা শ্রমিক। সেই ঘটনায় ব্যাপক সমালোচনার পরও কোনও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

ভাটি অভয়নগরের এক বয়স্ক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, গর্তের পাশে সতর্কবার্তা বোর্ড বসানোর অনুরোধ করা হলেও নির্মাণ সংস্থার ম্যানেজার তা করতে অস্বীকার করেন। এমনকি তিনি ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গিতে বলেন, “ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রীকে বলুন।”

এলাকাবাসীর মতে, ঠিকাদারি প্রতিষ্ঠানের এই ধরনের গাফিলতি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণই বারবার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাঁরা দাবি তুলেছেন, ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

উল্লেখ্য, একই এলাকায় বছরখানেক আগে সড়ক দুর্ঘটনায় এমবিবি বিমানবন্দরের এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। এলাকাবাসীর আশঙ্কা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে আরও বড় বিপদ ঘটতে পারে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande