মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে স্বাগত জানালেন বিকাশরঞ্জন ভট্টাচার্য
কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আইনি নির্দেশকে স্বাগত জানালেন কংগ্রেসের আব্দুল মান্নানের হয়ে আদালতে যাওয়া বিকাশরঞ্জন ভট্টাচার্য। সাংসদ তথা আইনজীবী বিকাশবাবু জানালেন, এটাই হওয়া উচিত। কলকাতা হাই কোর্ট সঠিক সিদ
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে স্বাগত জানালেন বিকাশরঞ্জন ভট্টাচার্য


কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আইনি নির্দেশকে স্বাগত জানালেন কংগ্রেসের আব্দুল মান্নানের হয়ে আদালতে যাওয়া বিকাশরঞ্জন ভট্টাচার্য।

সাংসদ তথা আইনজীবী বিকাশবাবু জানালেন, এটাই হওয়া উচিত। কলকাতা হাই কোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে যাঁরা এই বিধায়ক পদ খারিজের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন দল বদলের জন্য, সেই স্পিকার তাঁদের দায়িত্ব পালন করেন না। সাম্প্রতিককালের লজ্জাজনক ব্যাপার বিধানসভার অধ্যক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলছেন, আপনি আমাদের দলে যোগ দিন। তাহলে অধ্যক্ষের আসন যিনি অলঙ্কৃত করছেন, তিনি নিজেই যদি দলবদলে উৎসাহ দেন তাহলে বুঝতে হবে এই স্পিকার তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না।

বিকাশবাবু বলেন, বামপন্থীরা যখন বিধানসভায় ছিল, বিভিন্ন বিধায়কদের দলত্যাগ করাচ্ছিলেন, তখন আদালতে যাওয়া হয়েছিল। তখন অধ্যক্ষের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু অধ্যক্ষরা কাজ করেননি। তাঁদের যে দায়িত্ববোধ সেটা অনেক রাজ্যের স্পিকারই সেটা মানেন না। কাজেই আদালতকে হস্তক্ষেপ করতে হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande