
দুর্গাপুর, ১৩ নভেম্বর (হি.স.) : ওপরতলায় পঞ্চায়েত অফিস, নীচে সুস্বাস্থ্য কেন্দ্র। এমনই বহুতল ভবনের বারান্দা এখন কার্যত মোটরবাইক স্ট্যান্ডে পরিণত। নির্দেশিকায় স্পষ্ট লেখা “শুধু পঞ্চায়েত কর্মীরা গাড়ি রাখতে পারবেন, অন্য কেউ রাখলে ৫০০ টাকা জরিমানা।” অথচ এখানেই প্রতিদিন চিকিৎসা পরিষেবা নিতে আসেন একাধিক গর্ভবতী ও প্রসূতিরা। বারান্দা জুড়ে সারি সারি মোটরবাইক থাকায় বসা তো দূর, দাঁড়ানোরও জায়গা নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানাগড় বাজারে অবস্থিত কাঁকসা পঞ্চায়েত ভবনের নীচে রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র। প্রতিদিনই সাধারণ মানুষ থেকে শুরু করে প্রসূতিদের ভিড় থাকে এই ভবনে। কিন্তু ভবনের বারান্দা ও সিঁড়ির মুখ জুড়ে পঞ্চায়েত কর্মীদের বাইক ও সাইকেল রাখা থাকায় যাতায়াতের রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ।
এটা নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। কাঁকসা পঞ্চায়েতের বিজেপি সদস্য আনন্দ কুমার বলেন, “মানুষের অসুবিধার কথা বহুবার বোর্ড মিটিংয়ে তুলেছি। ওঠানামার রাস্তা খোলা রাখতে হবে, প্রসূতিদের বসার জন্য বেঞ্চও চাই জানিয়েছি। কিন্তু কোনও সুরাহা হয়নি।”
বিজেপির দুর্গাপুর-বর্ধমান জেলা সহ-সভাপতি রমন শর্মা বলেন, “তৃণমূল সরকার সাধারণ মানুষকে পঞ্চায়েত ও স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা থেকে দূরে রাখতে চায় বলেই এমন উদাসীনতা চলছে। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সমস্যা সমাধান না হলে আন্দোলনে নামব।” অন্যদিকে কাঁকসা পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা জানিয়েছেন, “বিষয়টি নজরে এসেছে। খুব শীঘ্রই নতুন গেট বসানো হবে, যাতে বারান্দায় আর কেউ মোটরবাইক রাখতে না পারে।”
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা