শুক্রবার বিশাখাপত্তনমে ৩০-তম সিআইআই অংশীদারিত্ব শিখর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি
নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ৩০-তম সিআইআই (কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি) অংশীদারিত্ব শিখর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উপরাষ্ট্রপতি


নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ৩০-তম সিআইআই (কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি) অংশীদারিত্ব শিখর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দু-দিনের শিখর সম্মেলনের আয়োজন করেছে সিআইআই কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রকের ডিপার্টমেন্ট ফর প্রোমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি) এবং অন্ধ্রপ্রদেশ সরকারের সহযোগিতায়।

সিআইআই শিখর সম্মেলনে যোগ দেবেন চিন্তাবিদ, নীতিপ্রণেতা, শিল্পপতি এবং আন্তর্জাতিক অংশীদাররা, বাণিজ্য এবং বিনিয়োগের ভবিষ্যৎ নির্ধারণ করতে। শিখর সম্মেলনের থিম : টেকনোলজি, ট্রাস্ট অ্যান্ড ট্রেড, নেভিগেটিং দ্য নিউ জিওইকোনমিক অর্ডার। এই মহাশিখর সম্মেলনে থাকবে ৪৫টি অধিবেশন। ৭২ জন আন্তর্জাতিক বক্তার পাশাপাশি ৪৫টি দেশের ৩০০ জন-সহ ২৫০০ প্রতিনিধি যোগ দেবেন।

এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande