খসড়া বীজ বিল ২০২৫ : মতামত আহ্বান কেন্দ্রের
নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) : কৃষিক্ষেত্রে আধুনিকতার সঙ্গে তাল মেলাতে নতুন খসড়া বীজ বিল, ২০২৫ প্রস্তুত করেছে কেন্দ্র। এই প্রস্তাবিত আইন কার্যকর হলে ১৯৬৬ সালের বীজ আইন ও ১৯৮৩ সালের বীজ (নিয়ন্ত্রণ) আইন প্রতিস্থাপিত হবে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের
১৯৬৬-র বীজ আইনকে বদলাতে প্রস্তুত কেন্দ্র,আসছে নতুন খসড়া বিল ২০২৫


নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) : কৃষিক্ষেত্রে আধুনিকতার সঙ্গে তাল মেলাতে নতুন খসড়া বীজ বিল, ২০২৫ প্রস্তুত করেছে কেন্দ্র। এই প্রস্তাবিত আইন কার্যকর হলে ১৯৬৬ সালের বীজ আইন ও ১৯৮৩ সালের বীজ (নিয়ন্ত্রণ) আইন প্রতিস্থাপিত হবে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের মতে, নতুন আইনের লক্ষ্য কৃষকের অধিকার সুরক্ষা, বীজের মান নিয়ন্ত্রণ ও বীজ সরবরাহ শৃঙ্খলে স্বচ্ছতা নিয়ে আসা। এর ফলে কৃষকরা যাতে সুলভ মূল্যে উন্নতমানের বীজ পান এবং খারাপ বীজের কারণে ক্ষতির মুখে না পড়েন, সে দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই নতুন বিল কৃষকদের স্বার্থরক্ষা ও বীজ বাণিজ্যে স্বচ্ছতা আনতে এক বড় পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রক সূত্রে জানা গেছে , প্রস্তাবিত খসড়া বিল নিয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত মতামত জমা দেওয়া যাবে সরকারি ওয়েবসাইটে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande