রাজগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক পুরোহিত
রাজগড়, ১৩ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে মালাভার থানা এলাকার অন্তর্গত লোধিপুরা গ্রামে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুরোহিতের নাম ওম প্রকাশ শর্মা (৫০
রাজগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক পুরোহিত


রাজগড়, ১৩ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে মালাভার থানা এলাকার অন্তর্গত লোধিপুরা গ্রামে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুরোহিতের নাম ওম প্রকাশ শর্মা (৫০)। তিনি উমরেডের বাসিন্দা। তিনি লোধিপুরা গ্রামের খেদাপতি হনুমান মন্দিরের পুরোহিত। পণ্ডিত ওম প্রকাশ শর্মা বেশ কয়েক বছর ধরে লোধিপুরার খেদাপতি হনুমান মন্দিরে সেবা ও পুজো করতেন। তিনি মন্দিরের কাছে কমিউনিটি হলের একটি ঘরে থাকতেন। বুধবার রাতে দুধ গরম করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ পুরোহিতের পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande