
নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): ডিএনএ টেস্ট মিলে গেল ডঃ উমর উন নবীর। দিল্লি পুলিশ জানিয়েছে, ডিএনএ পরীক্ষায় এটা নিশ্চিত হয়েছে যে, লালকেল্লার কাছে যে বিস্ফোরণ ঘটিয়েছিল সে হল ডঃ উমর উন নবী। বিস্ফোরণের পর তার পা স্টিয়ারিং হুইল এবং অ্যাক্সিলারেটরের মাঝখানে আটকে যায়। তার ডিএনএ নমুনা তার মায়ের সঙ্গে মিলে যায়। এদিকে, দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২। পুলিশ জানিয়েছে, মোট ২১টি বায়োলজিক্যাল নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ৪টি শহরে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা ছিল ডাক্তার মডিউলের। ৮ জন সন্দেহভাজন চারটি স্থানে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। তারা দু'টি করে দলে চারটি শহরে যাওয়ার পরিকল্পনা করেছিল। প্রতিটি দলের সঙ্গে একাধিক আইইডি বহন করার কথা ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা