
উত্তর ২৪ পরগনা, ১৩ নভেম্বর (হি.স.): হাসপাতালে চিকিৎসা করতে আসা নাবালিকাকে স্বাস্থ্য পরীক্ষার নামে শ্লীলতাহানির অভিযোগে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় গ্রেফতার হলেন এক পিজিটি চিকিৎসক।
ধৃতের নাম দীননাথ কুমার, বয়স ৩২। ধৃত বিহারের বাসিন্দা। পুলিশে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ গোটা বিষয়টি দেখছে এবং কর্তৃপক্ষের তরফে সবরকম সহযোগিতা করা হচ্ছে। বৃহস্পতিবার ধৃত চিকিৎসকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে বারাসত আদালতে পেশ করা হয়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, অ্যাপেন্ডডিক্স অপারেশন হওয়ার কথা ছিল নাবালিকার। সেই কারণে প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিল সে। আর সেই সময়ই তার চিকিৎসার অছিলায় তৃতীয় বর্ষের ওই পিজিটি চিকিৎসক নাবালিকার শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ।
এই ঘটনা নাবালিকা তার পরিবারকে জানায়। পরিবারের পক্ষ থেকে পিজিটি চিকিৎসক দীননাথ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেফতার করে।
মেডিক্যাল কলেজ হাসপতালের এমএসভিপি অভিজিৎ সাহা জানিয়েছেন, “বৃহস্পতিবার বিকেলে নাবালিকার বাবা আমার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত