বৎসোয়ানা থেকে ৮টি চিতা নিয়ে আসা হচ্ছে ভারতে
গ্যাবোরোন, ১৩ নভেম্বর (হি.স.): চিতা পুনর্বাসন প্রকল্পে ফের নতুন সংযোজন। এবার আফ্রিকার দক্ষিণাংশের দেশ বৎসোয়ানা থেকে ৮টি চিতা নিয়ে আসা হচ্ছে ভারতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বৎসোয়ানা সফরে এই চিতা নিয়ে আসার বিষয়টি চূড়ান্ত হয়। গত কয়েক বছর ধরেই ভারত
বতসোয়ানা থেকে ৮টি চিতা নিয়ে আসা হচ্ছে ভারতে


গ্যাবোরোন, ১৩ নভেম্বর (হি.স.): চিতা পুনর্বাসন প্রকল্পে ফের নতুন সংযোজন। এবার আফ্রিকার দক্ষিণাংশের দেশ বৎসোয়ানা থেকে ৮টি চিতা নিয়ে আসা হচ্ছে ভারতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বৎসোয়ানা সফরে এই চিতা নিয়ে আসার বিষয়টি চূড়ান্ত হয়। গত কয়েক বছর ধরেই ভারতে চিতা পুনর্বাসনের কাজ চলছে।

বৃহস্পতিবার বৎসোয়ানা মোকোলোদি নেচার রিজার্ভে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বৎসোয়ানার রাষ্ট্রপতি ডুমা গিডিয়ন বোকোর উপস্থিতিতে ভারতকে ৮টি চিতা হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, এই চিতা উপহার দেওয়া বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি বৎসোয়ানার অঙ্গীকারের প্রতিফলন। এই চিতাগুলি ভারতের কুনো জাতীয় উদ্যানে তাদের ভাইবোনদের সঙ্গে থাকবে, এই ঐতিহাসিক আবাসস্থলের প্রজাতি পুনরুদ্ধারে আমাদের সাহায্য করবে।

উল্লেখ্য, ‘প্রকল্প চিতা’-র আওতায় ভারতে চিতা ফেরানোর ক্ষেত্রে বৎসোয়ানা যেভাবে সহায়তার আশ্বাস দিয়েছে তা অত্যন্ত আনন্দের বলে রাষ্ট্রপতি আগেই উল্লেখ করেছিলেন। এই বিষয়টি ভারত সরকারের বন্যপ্রাণ সংরক্ষণ উদ্যোগের পালে হাওয়া লাগাবে বলে রাষ্ট্রপতি মনে করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande